সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামীকাল শুক্রবার (১২ জুলাই) দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
ঘোষণায় বলা হয়েছে, আগামীকাল (শুক্রবার) দেশের সকল ক্যাম্পাসে বিকেল ৪ টায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ পালন করা হবে। কোটা সরকারি নীতি নির্ধারনী বিষয়, কোটা সংস্কারের বিষয়টি চুড়ান্তভাবে সমাধান করতে হবে। আদালতের সাথে আমাদের আন্দোলনের কোন সম্পৃক্ততা নেই, হাইকোর্টের আজকের রায় অনুযায়ী সকারকেই কোটা সমস্যার সমাধান করতে হবে।
আরও বলা হয়েছে, সরকারের কাজ, সংসদে আইন পাস করতে হবে, প্রয়োজনে জরুরি অধিবেশন ডেকে আইন পাস করতে হবে।
এসময় আরও বলা হয়, আমাদের সাথে কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা নাই, সবাই সাধারণ শিক্ষার্থী। অনেকে এর সুযোগ নিতে চাইতে পারে, কোটা আন্দোলন ছাড়া আমাদের কারো সাথে সম্পর্ক নাই। সমস্যার সমাধান না করলে জন দুর্ভোগের দায় সরকারকেই নিতে হবে।
এদিকে, আজ কোটা সংস্কারের দাবিতে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকার বাইরে চট্টগ্রাম ও কুমিল্লায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজনা ছড়িয়েছে ঢাকাতেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগের দিকে অগ্রসর হলে উত্তেজনা সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা শাহবাগে গিয়ে অবস্থান নেয়।









