যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ করছেন বিরোধীরা।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রাম্পের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। ট্রাম্প ক্ষমতায় বসার পর ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগসহ বিভিন্ন ঘটনায় এ বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক দিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।
নানা স্লোগানে লেখা প্ল্যাকার্ড নিয়ে গতকাল শনিবার (৫ এপ্রিল) ওয়াশিংটনে হালকা বৃষ্টির মধ্যেই শহরটিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউ ও ন্যাশনাল মল এলাকায় ২০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। গতকালের বিক্ষোভের নাম দেয়া হয়েছে ‘হ্যান্ডস অফ’।
গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ট্রাম্পের নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে কেন্দ্রীয় সরকারের ২৩ লাখ কর্মচারীর মধ্যে ২ লাখের বেশি পদ শূন্য করেছে। গতকাল মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের কাছে সামাজিক নিরাপত্তা প্রশাসনের কার্যালয়ের বাইরে অবস্থান নেন শত শত মানুষ।
সম্প্রতি সংস্থাটির সাত হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দেয়া হয়। ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে টেক্সাসেও বিক্ষোভ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল ডেলাওয়ার, নর্থ ক্যারোলাইনা, মিনেসোটা, মিশিগান ও নিউইয়র্কেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে।









