গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে র্যাবের গাড়ি আটকে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের বরামা চৌরাস্তায় বিক্ষোভ করেছে স্থানীয়রা।
রোববার ৭ সেপ্টেম্বর বিকেল থেকে গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব সদস্যরা মোশারফ হোসেন নামের ওই ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করে।
স্থানীয়দের অভিযোগ, র্যাব তাদের গাড়িতে অস্ত্র এনে ওই ব্যবসায়ীকে অস্ত্রসহ ফাঁসিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে শ্রীপুরের বরামা চৌরাস্তার অটোরিকশা গ্যারেজ ব্যবসায়ী মোশারফ হোসেন তার দোকানে ছিলেন। এসময় র্যাব সদস্যরা দুটি গাড়িতে এসে দোকানে ঢুকে মোশারফকে অস্ত্রসহ আটকের কথা জানায়। এসময় র্যাবের গাড়িতে করে অস্ত্র এনে মোশারফ ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। তবে অস্ত্রগুলো কি ধরনের তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, জহিরুল ইসলাম লিটন নামে একাধিক মামলার আসামি শুক্রবার রাতে বরমা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। এর প্রতিবাদে ঐদিন রাত তিনটা পর্যন্ত স্থানীয়রা একই স্থানে বিক্ষোভ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাদের সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়দের দাবি, জহিরুল ইসলাম লিটনের নির্দেশেই র্যাব সদস্যরা ব্যবসায়ীকে মোশারফ হোসেন অস্ত্রসহ আটক করে। র্যাব সদস্য ও জহিরুল ইসলাম লিটনের বিচারের দাবি জানিয়ে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের বরামা চৌরাস্তায় বিকেল পাঁচটা থেকে বিক্ষোভ করছে স্থানীয়রা।









