দেশব্যাপী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন-শৃঙ্খলা রক্ষা ও নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তারা অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান।









