সার্ক পরিচালিত দিল্লির সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপককে বরখাস্তের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বুদ্ধিজীবীগণ। মূলত আঞ্চলিক সমস্যার কারণে সার্কভুক্ত আন্তর্জাতিক এই বিশ্ববিদ্যালয়ে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার ৬ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক ও বুদ্ধিজীবীদের পক্ষে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আঞ্চলিক স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার ২০২২ সালের অক্টোবর থেকে ধীরে ধীরে একাডেমিক স্বাধীনতাকে দুর্বল এবং শক্তিহীন করেছে। গত বছর থেকেই উদ্ভূত সব ঘটনার সাক্ষী হচ্ছে নয়া দিল্লিতে প্রতিষ্ঠিত সার্কভুক্ত আট দেশের এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি।
বলা হয়, ২০২২ সালের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা করেছিল। জানা যায়, তখন শিক্ষার্থীরা মাসিক ফি কমানো, উপবৃত্তি প্রধানসহ কয়েকটি দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিল। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে নির্দেশনা দিয়ে তাদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় ৫ শিক্ষার্থীকে বিনা কারণে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ৮৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বুদ্ধিজীবীগণ সাক্ষর করেন।








