রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সোয়া ৪ টার দিকে জাকসু নেতৃবৃন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
এসময়, শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদদদাতা শিক্ষকদের বিচার সম্পন্ন না করা পর্যন্ত প্রশাসনিক ভবন বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।
এসময়, জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, ‘‘আজ জুলাই আন্দোলনের অগ্রদূত হাদীর ওপর বর্বর হামলা হয়েছে। কাল আমাদের ওপরও হামলা হতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে ব্যানার লাগিয়ে যায়, কিন্তু তাদের আইনের আওতায় আনা হয়না। আমরা ওসমান হাদীর ওপর হামলার বিচার চাই। জাহাঙ্গীরনগরে যতদিন জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার হবে না ততদিন পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা ঝুলবে।’’
এর আগে, ওইদিন বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে মুরাদ চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময়, তারা জুলাই যোদ্ধা হাদীর ওপর হামলায় জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এছাড়া, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।









