বিশ্বব্যাপী বাড়ছে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা। এসব পণ্য উৎপাদনে কারখানাকেও হতে হয় পরিবেশবান্ধব। সুব্যবস্থা নিশ্চিত করতে হয় বর্জ্য ব্যবস্থাপনায়। তাই কারখানায় পানির অপচয় কমিয়ে শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানির পরিবর্তে নদী এবং সাগরের প্রাকৃতিক পানি ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিল্পের বর্জ্য পরিশোধন করে তা থেকে পানি সংগ্রহ করে পুন:ব্যবহারেও জোর দিচ্ছে বিভিন্ন দেশ।
এমন বাস্তবতায় সঠিক উৎস থেকে সংগ্রহ করা পানির ব্যবহারে বাংলাদেশ কিভাবে উপকৃত হতে পারে সেটি তুলে ধরেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ডুপন্ট ওয়াটার সল্যুশনস লিমিটেড এবং তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ওয়াটার টেকনোলজি লিমিটেড।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে (র্যাডিসন ব্লু) আয়োজিত ‘শিল্পে পানির ব্যবহারে সঠিক সমাধান এবং ধারনা শীর্ষক এক অনুষ্ঠানে এ প্রযুক্তির নানা দিক তুলে ধরেছে ডুপোন্ট ওয়াটার সল্যুশনস লিমিটেড এবং বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান ওয়াটার টেকনোলজি লিমিটেড। অনুষ্ঠানে অংশ নেয় দেশের বিভিন্ন ওয়াটার সল্যুশনস বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে ডুপোন্ট ওয়াটার সল্যুশনসের আঞ্চলিক প্রধান ক্রিস ফার্নানদাস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে এ দেশের সরকার। এসব অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠা হচ্ছে। শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগও বাড়ছে। কিন্তু এসব শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা দূর্বলতা রয়ে গেছে। উৎপাদন বাড়াতে শিল্পের বর্জ্যব্যবস্থাপনায় জোর দিতে হবে।
বর্জ্য থেকে সঠিক ব্যবস্থাপনায় পানি সংগ্রহ করা যায় উল্লেখ করে তিনি বলেন, পানির নিরাপদ ব্যবহারে প্রয়োজন সঠিক প্রযুক্তির সমন্বয়। বর্জ্য পরিশোধনের পানি নদীতে না ফেলে দিয়ে তা পুনরায় ব্যবহার করা যায়। এতে শিল্পের খরচ সাশ্রয় হয়। তাছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শিল্প খাতে বিনিয়োগ বাড়ছে। তাই পরিবেশ রক্ষায় শিল্পের বর্জ্য এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরী।
ক্রিস ফার্নানদাস বলেন, শিল্পের বর্জ্য পরিশোধন করে তা থেকে পানি সংগ্রহ কীভাবে পুনরায় ব্যবহার করা যায় সেই প্রযুক্তি সরবরাহ করছি আমরা। যেটি বিশ্বব্যাপী ব্যাপক পরিচিত। বাংলাদেশেও আমরা এ ধরনের প্রযুক্তি সরবরাহ করছি। বাংলাদেশে আমাদের এ প্রযুক্তি সরবরাহের একমাত্র পরিবেশক ওয়াটার টেকনোলজি বিডি লিমিটেড। নকল পণ্য থেকে মুক্তি পেতে উদ্যোক্তারা এ পরিবেশক থেকে আমাদের আসল পণ্য সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে ওয়াটার টেকনোলজি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হাবিব বলেন, আন্তর্জাতিকভাবেই শিল্প বর্জ্য এবং প্রাকৃতিক পানির সঠিক ব্যবহারে আইন করা হচ্ছে। বাংলাদেশও এটি অনুসর করছে। পণ্যের সঠিক বাজার এবং উপযুক্ত দাম পেতে পানি ব্যবহারেও সতর্ক হতে হবে। এজন্য শিল্প মালিকদেরকেও সঠিক ধারণা দেওয়া প্রয়োজন, কীভাবে কম খরচে পানি এবং বর্জ্যের পরিশোধনের মাধ্যমে পুনঃ ব্যবহার করা যায়।








