আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কাজলরেখা’। নামি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ছবিটি নিয়ে গেল ডিসেম্বর থেকেই প্রচারণা তুঙ্গে। এবার এ যাত্রায় ভিন্ন মাত্রা যোগ করলেন সেলিমের আরেক দর্শক নন্দিত ছবি ‘পাপপুণ্য’র প্রধান দুই চরিত্র!
‘পাপপুণ্য’র অন্যতম দুটি চরিত্র খোরশেদ ও পারুল। ইমপ্রেস টেলিফিল্মের এই সিনেমাটি যারা দেখেছেন, পারুল চরিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর আফসানা মিমির অভিনয়ে প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন। ফিরেই দারুণ অভিনয়ও দেখিয়েছেন তিনি। দর্শকের মন জয় করেছেন। ছবিতে খোরশেদ চরিত্রেও দারুণ প্রশংসা পেয়েছেন চঞ্চল চৌধুরী।
সেলিমের ‘পাপপুণ্য’র এই জুটি এবার অংশ নিলেন তারই নতুন সিনেমা ‘কাজলরেখা’র প্রচারণায়।
দুটি আলাদা ভিডিওতে দেখা যায়, খুব মনোযোগী দর্শক হিসেবে আফসানা মিমি ও চঞ্চল চৌধুরী দেখছেন বিশ্ব চলচ্চিত্রের দুটি ক্লাসিক ছবি! হঠাৎ সিনেমার পর্দা সরিয়ে তারা বলে উঠেন, রিল্যাক্স! কোনো টেনশান নিতে চাই না। সহজ সরল এক রূপকথার জগতে হারিয়ে যেতে চাই। আদি বাংলার, আমার পূর্ব পুরুষের গল্পের সাথে মিশে যেতে চাই। ‘কাজলরেখা’ দেখতে আসছি, সিনেমা হলে। দেখা হবে।
ক’দিন আগেই প্রকাশিত হয়েছে ‘কাজলরেখা’র ট্রেলার। প্রায় আড়াই মিনিটের ট্রেলারে দারুণ একটি গল্প, সংলাপ আর গানের যে দুর্দান্ত আভাস দর্শক পেয়েছেন; তাতে অনেকেই ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
তারকাবহুল ‘কাজলরেখা’ সিনেমায় প্রধান চরিত্রে নবাগতা মন্দিরা চক্রবর্তী ছাড়াও তুমুল প্রশংসা পাচ্ছেন নাটকের এই মুহূর্তে জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। এটি তারও প্রথম সিনেমা।
এছাড়া শরিফুল রাজ, ইরেশ যাকের, মিথিলা, খায়রুল বাসারসহ অনেকে তারকা মুখকে নতুনভাবে দেখা গেছে ‘কাজলরেখা’র ট্রেলারে। যা নিয়ে আলাদা করে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজে কথা বলছেন দর্শক।
বিশেষ করে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা মানেই দারুণ সব গানের সমাহার! ‘কাজলরেখা’র ক্ষেত্রেও যে ব্যতিক্রম হচ্ছে না সেটা আগেই আঁচ পাওয়া গেছে! এরইমধ্যে প্রকাশিত একাধিক গান পেয়েছে প্রশংসা। তবে ট্রেলারে আরো দু’চারটি গানের যে আভাস পাওয়া গেছে, সেগুলো প্রকাশিত হলেও যে শ্রোতা দর্শকরা লুফে নিবে, সেটাও অনেকের মন্তব্যে বোঝা গেছে। সিনেমাটিকে নির্মাতা নিজেও ‘মিউজিক্যাল ফিল্ম’ হিসেবে আখ্যা দিয়েছেন!
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’ দুই বছর ধরে ৫০ দিনে নেত্রকোনার দুর্গাপুর, খুলনা সুন্দরবন, কক্সবাজার, সিলেটের হাওড় ও রাজধানীর মিরপুরে শুটিং সম্পন্ন হয়েছে। নবীন প্রবীণ মিলিয়ে শতাধিক কলাকুশলী এতে যুক্ত আছেন। ছবিটির ভিএফএক্স ও টেকনিক্যাল দিকে যুক্ত আছে ঢাকা কলকাতার নামকরা স্টুডিও। ছবির সুর ও সংগীত গবেষণায় আছেন কফিল আহমেদ এবং সংগীতের বাকি কাজ সামলেছেন ইমন চৌধুরী।







