বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র উন্নয়নে নেওয়া সব পরিকল্পনা বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে জনগণ পরবর্তীতে ভোট দেবে না এই উপলব্ধি থেকেই সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে এসব বলেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রামে একটি নির্বাচনী সমাবেশের আগে তরুণদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশে চাঁদাবাজিসহ নানা সামাজিক সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এসব সমস্যা সমাধানে বিএনপি সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, তরুণ সমাজের প্রত্যাশা ও মতামত রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণদের সম্পৃক্ততা ও আস্থাকে গুরুত্ব দিয়ে বিএনপি কাজ করতে চায়।
বিএনপির চেয়ারম্যান বলেন, একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।









