প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী এই প্রবীণ সাংবাদিকের খোঁজ মিলছে না বলে জানিয়েছেন তার পরিবার।
আজ ২২ আগস্ট শুক্রবার ফেসবুক পোস্টে তার ভাই চিররঞ্জন সরকার জানান, আমার দাদা বৃহস্পতিবার সকাল ১০টায় বাসা থেকে বের হন অফিস যাওয়ার জন্য। পরে অফিস ও পরিচিত মহলে খোঁজ নিয়ে জানতে পারি-তিনি আজ কোথাও যাননি। কেউ তাকে দেখেনি। মোবাইল ফোনটিও বাসায় রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে আমরা রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। বিভুরঞ্জন সরকার একজন সময়নিষ্ঠ মানুষ এবং প্রতিদিনের কাজের একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতেন। হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজ সংবাদে সামাজিক মাধ্যমে সাংবাদিক লেখক ও প্রাক্তন ছাত্রনেতাদের অনেকে উৎকণ্ঠা জানিয়ে পোস্ট দেন।
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের জন্ম ১৯৫৪ সালে। ষাটের দশকের শেষ দিকে, স্কুল ছাত্র থাকাকালেই তার সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক আজাদ-এর মফস্বল সংবাদদাতা হিসেবে। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্র, এবং সাপ্তাহিক মৃদুভাষণ-এ গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায়দিন-এ ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে তার রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখা পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে।









