বাংলাদেশী কর্মীদের মালয়েশিয়ায় প্রেরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলেও কিছু জটিলতার কারণে যাত্রা করতে না-পারা কর্মীদের সরকারি উদ্যোগে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। প্রথম দফায় ৬০ জন কর্মী মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান। তিনি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই উদ্যোগের অংশ হিসেবে, মালয়েশিয়ার কন্সট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার ( সিএলএবি) এর মাধ্যমে ৫০০ জন কর্মীর প্রেরণ প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ২৫৫ জন কর্মীকে ভিসা প্রদান করা হয়েছে এবং তারা শীঘ্রই মালয়েশিয়া যাবেন।









