আগামী ৭ দিনের জন্য চলমান অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করে রাজধানীর মহাখালীর রাস্তা ছেড়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আন্দোলন স্থগিত করে রাস্তা ছেড়ে যায় তারা। শিক্ষা মন্ত্রণালের যুগ্ম সচিব নুরুজ্জামান ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডলের উপস্থিতিতে তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়। এসময় কলেজ অধ্যক্ষ অনশনরত শিক্ষার্থীদের জুস খাওয়ান।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা মহাখালী লেভেল ক্রসিং অবরোধ করে রেখেছিল। এতে অন্তত ১৫টি ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দেয়। টানা আন্দোলনে রাজধানীতে যানজটেরও সৃষ্টি হয়।
অবরোধের কারণে বন্ধ থাকার প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার রাত ৯টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল চালু হয় বলে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা জানান।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাত ৯টা ৪০ মিনিটের দিকে আন্দোলন স্থগিত করে সড়ক-রেলপথ ছেড়ে দেন।









