‘মহান বিজয় দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতে আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশগ্রহণের জন্য উভয় দেশের সম্পৃক্ত সদস্যবৃন্দ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ প্রতিনিধি দল ভারত সফর করেছে। একই বিষয়ে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে।
অনুষ্ঠান উপলক্ষে নিম্নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে:
ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য “বিজয় দিবস-২০২৪” উদযাপন উপলক্ষে বিএ-৫১৫৭ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ৭ জন (সস্ত্রীক) এবং ২ জন চাকরীরত কর্মকর্তাসহ (১ জন সস্ত্রীক) সর্বমোট ১৭ জন আগামী ১৫-১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মোট ৪ দিনের জন্য ভারত সফর করবেন। এ সফরের নীতিগত অনুমোদন প্রধান উপদেষ্টার কাছ থেকে নেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে।
পত্রসমূহের আলোকে ভারতীয় সশস্ত্র বাহিনীর ৮ জন ওয়ার ভেটেরান্স এবং ২ জন কর্মরত কর্মকর্তা (সস্ত্রীক)’কে ‘মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষ্যে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য নীতিগত অনুমোদন গ্রহণ করা হয়েছে।
গত ৯ ডিসেম্বর ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বৈঠক করেন। এই বৈঠকের পর আজ বিজয় দিবস উযদাপনে বাংলাদেশি প্রতিনিধিদের যোগদানের এই সিদ্ধান্তের কথা জানা গেল।
উল্লেখ্য, বাংলাদেশের মতো ভারতেও ১৬ ডিসেম্বরকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করা হয়। দিনটিকে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন হিসেবে বিবেচনা করে ভারত।









