গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচির সঙ্গে একাত্নতা জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার ৭ এপ্রিল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকেন তারা। সকালে শিক্ষক-শিক্ষার্থীরা রাজধানীর হাটখোলা রোডে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন।
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তারা ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান।
গাজায় ইসরায়েলের চলমান হামলায় ইতোমধ্যে অর্ধ লক্ষাধিক মানুষ মারা গেছেন। ঘর-বাড়ি হারিয়েছেন লাখ লাখ মানুষ।এসব নৃশংসতার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক দিয়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির আহ্বান জানায় দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন। এর সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস-পরীক্ষা বর্জন করে।









