শিক্ষক হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ কর্তৃক হামলার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরকে শিক্ষক হিসেবে বয়কট ঘোষণা করেছে তার নিজ পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি আজ থেকে তার কোনো ক্লাসে বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে না মর্মে ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষ থেকে বিভাগের স্নাতক প্রথম বর্ষ পর্যন্ত (৪৮ থেকে ৫২ ব্যাচ) বিভাগটির শিক্ষার্থীরা এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায়।
বিবৃতিতে বলা হয়, বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারন শিক্ষার্থীদের উপর পুলিশের করা জঘন্যতম বর্বর ও ন্যাক্কারজনক হামলার জন্য সবচেয়ে বেশি দায়ী উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও প্রক্টর অধ্যাপক আলমগীর কবির। প্রক্টরের উপস্থিতেই শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। যার ফলে বহুসংখ্যক ছাত্র-ছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, প্রক্টর আলমগীর কবিরকে বারবার অনুরোধ করার পরও তিনি এই হামলার হাত থেকে ছাত্র-ছাত্রীদের বাঁচাতে অস্বীকৃতি জানান। এতে প্রক্টরের নিজ বিভাগের শিক্ষার্থীদের অনুরোধেও তিনি বিন্দুমাত্র কর্ণপাত করেননি। যা অত্যান্ত দুঃখজনক।
শিক্ষার্থীরা জানান, তার এই অশিক্ষকসূলভ ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে তারা অধ্যাপক আলমগীরকে বয়কট ও অবাঞ্চিত ঘোষণা করেছেন। পাশাপাশি তার কোনো ক্লাস আজ থেকে শিক্ষার্থীরা করবে না বলে ঘোষণা দেয়।
এর আগে, গত বুধবার জাবিতে শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি অবস্থান নেয়।
এসময় সংঘাত এড়িয়ে যাওয়ার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টর আলমগীর কবিরকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করতে অনুরোধ জানালে তিনি বলেন, ‘পুলিশ যা করার করুক, আমি বের হব না।’









