সিনেমায় ‘বিশেষ কিছু দৃশ্যে’ অভিনয় করতে রাজি না হওয়ায় অনেক সিনেমা হারাতে হয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে, এমনটাই জানিয়েছেন অভিনেত্রীর মা মধু চোপড়া।
প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ভারতে আছেন। ‘সিটাডেল’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, বলিউডে তাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। এবার অভিনেত্রীর মা মধু চোপড়া কথা বলেছেন প্রিয়াঙ্কার বলিউড ক্যারিয়ার নিয়ে।
‘জোস টকস আশা’-তে দেয়া সাক্ষাৎকারে মধু চোপড়া বলেছেন, ‘প্রিয়াঙ্কা ও আমি দুজনেই ফিল্ম ও বিউটি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম। একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখানোর মতো অবস্থা ছিল আমাদের। আমি পড়েছি আইন নিয়ে, ফিন্যান্স নিয়েও জানতাম। প্রিয়াঙ্কার ভালো আইনজীবী থাকা স্বত্বেও তাকে আইনি পরামর্শ দিতে পারতাম। তার ফিন্যান্সের বিষয়টিও দেখতাম। তার সাথে সব মিটিং-এ যেতাম।’
এরপর মধু চোপড়া বলেন, ‘একদিন আমরা ঠিক করলাম প্রিয়াঙ্কা আর কোনো মিটিং-এ যাবে না, কোথাও যাবে না। সন্ধ্যা সাড়ে সাতটার পর কোনো কাজ করবে না প্রিয়াঙ্কা। ও এই সিদ্ধান্তে অটল থাকলো। যেসব কাজে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেগুলো না করার সিদ্ধান্ত নিয়ে ফেললো প্রিয়াঙ্কা। অনেক ছবির কাজ হারালো বিশেষ কিছু দৃশ্যে অভিনয় করতে আপত্তি জানানোর কারণে।’
তিনি জানান, প্রিয়াঙ্কাকে সবসময়েই তিনি বলতেন, বলিউডে থাকতেই হবে এমন কোনো কথা নেই। যে কোন ক্যারিয়ারই বেছে নিতে পারেন প্রিয়াঙ্কা।
সূত্র: হিন্দুস্তান টাইমস







