সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, ‘যত বেশি উপরে ওঠা হয়, তত বেশি ভুল খোঁজে মানুষ’। আর এই কথা বলার পেছনের কারণ, সম্প্রতি ‘আরআরআর’-কে ‘তামিল’ ছবি বলে সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী।
টিভি শো ‘সিটাডেল’-এর প্রমোশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। এর মাঝেই বিতর্কে জড়ালেন ‘আরআরআর’-কে তামিল ছবি বলে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, সবখানেই অভিনেত্রীর সমালোচনা করা হয়েছে এই ভুলের জন্য।
এই প্রসঙ্গে ‘মিড ডে’-তে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি যা করি তাতেই দোষ খুঁজে বের করে মানুষ। আমি মনে করি মানুষ এটা উপভোগ করে। আগে খোলা মনের ছিলাম। এখন যা করি সাবধানে করি, কারণ আমার পরিবার আছে।’
তিনি বলেন,‘জীবনে যত বেশি উপরে ওঠা হয়, তত বেশি ভুল খোঁজে মানুষ। তবে একই সাথে আমি অনেক ভালোবাসা ও সমর্থন পাই পরিবার, বন্ধু ও ভক্তদের কাছ থেকে। সেদিকেই মনোনিবেশ করতে পছন্দ করি।’
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ভুল করে ‘আরআরআর’ ছবিকে তামিল ছবি বলে ফেলেন। সঞ্চালক সঙ্গে সঙ্গে ভুল শুধরে দেন। এই ভুলেই সোশাল মিডিয়ায় হাসির খোরাক হলেন প্রিয়াঙ্কা। সূত্র: কইমই







