সালমা হায়েক, নাওমি ওয়াটস, কিম কার্দাশিয়ানের মতো তারকাদের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। সোমবার, ৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক ইভেন্টে কো-হোস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা, সেখানেই এই ছবি তোলা হয়েছে।
‘কেয়ারিং ফর ওমেন ডিনার’ নামের ইভেন্টটিতে প্রিয়াঙ্কার সাথে কো-হোস্ট হিসেবে ছিলেন এক ঝাঁক তারকা। তাদের মাঝে আছেন, সালমা হায়েক, ম্যাথু ম্যাকনাহে, কিম কার্দাশিয়ান, নাওমি ওয়াটস, ফ্র্যাঙ্কইস-হেনরি পিনাল্ট, ডোনাটেলা ভার্সেস, কারমেলো অ্যান্থনি, বিলি ক্রুডাপ এবং ক্যামিলা ম্যাকনাহ।
তারকা খচিত ইভেন্টে উপস্থিত অতিথিদের মধ্যে জুলিয়ান মুর এবং জেসিকা চ্যাস্টেইনের মতো অভিনেত্রী ছিলেন। নিউ ইয়র্ক ফ্যাশন উইকের সমাপ্তি উপলক্ষে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে।
ইনস্টাগ্রামের এক ফ্যান পেজে ছবিগুলো শেয়ার করা হয়। সেখানে প্রিয়াঙ্কাকে হলিউড তারকাদের সঙ্গে আনন্দে মাততে দেখা গেছে। আরেকটি ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গেছে আমাজনের সিইও জেফ বেজোসের সঙ্গে। প্রিয়াঙ্কার পরনে ছিল কালো একটি লেসের গাউন।
প্রিয়াঙ্কা সম্প্রতি নির্মাতা ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্সের ‘দ্য ব্লাফ’-এর শুটিং শেষ করেছেন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই খবর। এছাড়াও অভিনেত্রীকে দেখা যাবে ‘হেডস অব স্টেট’-এ। অভিনেত্রীর সাথে এই ছবিতে থাকছেন জন সিনা, ইদ্রিস এলবা এবং জ্যাক কোয়াইড।
সূত্র: এনডিটিভি









