কিছুদিন পর পর তার সুরে পুরো দেশ নাচে। তার গাওয়া–সুর করা গান মুহূর্তকে করে তোলে আরও আনন্দঘন। তিনি মাঝে মাঝে অভিনয়ও করেন। সেসব কাজও দর্শকরা গ্রহণ করে তুমুল উৎসাহে। তিনি এসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী–অভিনেতা প্রীতম হাসান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার জন্মদিন।
জন্মদিনে অভিনয়ের নতুন খবর নিয়ে হাজির হলেন প্রীতম হাসান। চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’–এ অভিনয় শুরু করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে আছেন দেশের জনপ্রিয় এবং গুণী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শিহাব শাহীন পরিচালিত সিরজটির মাধ্যেম প্রথমবার একসঙ্গে দেখা যাবে মেহজাবীন–প্রীতমকে।
এবার প্রীতম হাসান আর পুরোদস্তুর রোমান্টিক সেই ছেলেটি নন। ‘ক্যাকটাস’ সিরিজে নিজের চরিত্রটির ধারণা দিতে গিয়ে প্রীতম হাসান বলেন, “আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একইসঙ্গে পথভ্রষ্ট।” এর বেশি আর কিছু বলতে চাননি।
অন্যদিকে মেহজাবীন চৌধুরীও কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝে–শুনে। ‘ক্যাকটাস’–এ যুক্ত হওয়া নিয়ে মেহজাবীন বলেন,“যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার ছেড়ে দেয়া উচিৎ হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনও পাব না।”
কী এমন চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন? দেরি না করে চরিত্রটি নিয়ে জানতে চাওয়া হয় সিরিজটির নির্মাতা শিহাব শাহীনের কাছে। নির্মাতা জানান, তার এমন একজন অভিনেত্রী দরকার ছিল যিনি পরীক্ষিত–প্রমাণিত। চরিত্রটি নিয়ে বলতে চাননি নির্মাতা, শুধু জানিয়েছেন মেহজাবীনের কাছে তার প্রত্যাশার কথা।
শিহাব শাহীন বলেন, “চরিত্রটিতে একাধিক লেয়ার আছে। আমার প্রত্যাশা থাকবে মেহজাবীন সেই লেয়ারগুলো জীবন্ত করবে।”
মেহজাবীন জানান তিনি তার সেরাটা দিয়ে চেষ্টা করবেন। বাকিটা সময় বলে দেবে। নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে মেহজাবীন বলেন,“আমি নির্মাতা শিহাব শাহীনের ফ্যান। তার ডিরেকশনে অনেক কাজ করেছি। আমি তার কাজের ধরনটা জানি। তাই মনে হচ্ছে কাজটা আমি এনজয় করব।”
‘ক্যাকটাস’ সিরিজ নিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “শিহাব শাহীন প্রথম থেকেই মরীচিকা, সিন্ডিকেট, অ্যালেন স্বপন-এর মতো থ্রিলার নির্মাণের মাধ্যমে দর্শকদের চমকে দিয়ে আসছেন। ‘ক্যাকটাস’–এর ব্যতিক্রম হবে না বরং এটি আরও অনেক বড় পরিসরের গল্প। এখানে নির্মাণের পরিকল্পনায় আমরা আমাদের সেরাটা ভেবেছি, একটা সিরিজকে যতভাবে বুদ্ধিদীপ্ত করা যায়, এই সময়ের বাস্তবতায় যতটা বড় করে দর্শকদের সামনে উপস্থাপন করা যায়, সেইভাবে আমরা কাজটা করতে যাচ্ছি।”
রেদওয়ান রনির কথার সঙ্গে একমত পোষণ করেন নির্মাতা শিহাব শাহীন। বলেন, ‘ম্যাসিভ লেভেলে কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা লিমিটেশন আছে। সেগুলোকে বিবেচনা করে ‘ক্যাকটাস’–কে যতোটা বড় করা যায় সেটা আমরা করেছি। চরকির ক্রিয়েটিভ টিমের সঙ্গে যখন আমরা গল্পটা নিয়ে এগিয়েছি, তখন থেকেই ভেবেছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা কাজ করব এবং একটা স্পাই ইউনিভার্স তৈরী করা যায় কি না। আশা করছি সেই ভিশনে আমরা আগাতে পারব।’
শিহাব শাহীন এও জানান, মেহজাবীন চৌধুরী এবং প্রীতম হাসান– দুজনেই তাদের চরিত্র নিয়ে খুবই সিরিয়াস। তারা খুবই আগ্রহ নিয়ে আছেন চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য। এরইমধ্যে মেহজাবীন–প্রীতম রিহার্সেলেও অংশ নিয়েছেন বলে জানান প্রীতম। শিগগিরই শুরু হচ্ছে শুটিং।
এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম।









