রাজার ছেলে না হয়েও জাপানের যুবরাজ অর্থাৎ পরবর্তী রাজা সদ্য ১৮ বছর বয়সে পা রাখা হিসাহিতো। জাপানের বর্তমান রাজা নারুহিতোর পর হিসাহিতোই হবেন রাজা। সম্পর্কে তিনি রাজা নারুহিতোর ভাইয়ের ছেলে।
এনডিটিভি জানিয়েছে, গতকাল (৬ সেপ্টেম্বর) শুক্রবার ১৮ বছর বয়সে পরিণত হন রাজা নারুহিতোর ভাই আকিশিনোর ছেলে প্রিন্স হিসাহিতো, তিনিই জাপানের পরবর্তী রাজা। ১৮ বছর বয়সেই তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে ইম্পেরিয়াল পরিবারে যোগ দিয়েছেন, এই ঘটনা জাপানের বিগত ৪০ বছরের ইতিহাসে প্রথম।
জাপানের প্রথা অনুযায়ী কেবল রাজপরিবারের পুরুষ সদস্যরাই সিংহাসনে বসার অধিকারী। কিন্তু রাজা নারুহিতোর কোন পুত্র সন্তান নেই, তার ভাই আকিশিনোর ছেলে হিসাহিতো বয়সে অনেক ছোট হওয়ায় পুরুষ সদস্যের তকমা পাচ্ছিলেন না। তবে ১৮ বছরে বয়সে পা ফেলতেই প্রাপ্তবয়স্ক হিসেবে ইম্পেরিয়াল পরিবারে যোগ দিয়েছেন হিসাহিতো।
ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সি দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে যুবরাজ হিসাহিতো বলেছেন, আমি প্রতিটি অভিজ্ঞতার মাধ্যমে আরও শিখতে চাই। নানা রকম অভিজ্ঞতা শোষণ করে যেন আরও পরিণত হয়ে উঠতে পারি। তিনি তার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার ইচ্ছাও প্রকাশ করেছেন।
জাপানের রাজপরিবার বিশ্বের সবচেয়ে পুরনো রাজপরিবার। পৌরাণিক কাহিনীতে বলা হয়, যিশু খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে থেকে এই রাজতন্ত্র চলছে।









