প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার ও ফটোসাংবাদিক এস এম গোর্কী’র মা সাহিদা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
গতকাল (৬ নভেম্বর) রাত ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বাদ এশা গণভবন জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর গোরস্থানে দাফন করা হবে তাকে।
মরহুমা সাহিদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরীর অবসরপ্রাপ্ত ডেপুটি লাইব্রেরিয়ান এবং প্রয়াত ফটোসাংবাদিক মোশাররফ হোসেন (লাল ভাই) এর স্ত্রী।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।








