বিভিন্ন ক্ষেত্রে গবেষণা বাড়াতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (১১ মে) শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর সদর দপ্তরে অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর ৬১তম কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৌশলীদের এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই প্রকৌশলীদের জনকল্যাণ বিবেচনা করে সব ধরনের প্রকল্প নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
“স্মার্ট বাংলাদেশের জন্য প্রকৌশল এবং প্রযুক্তি” এই প্রতিপাদ্যে আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর ৬১তম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।









