উন্নয়ন ও নির্বাচনী বার্তা দিতে দশ বছর পর ৪ ডিসেম্বর চট্টগ্রামে জনসভা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর পলোগ্রাউন্ডে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা উপলক্ষে পুরো বন্দরনগরী সেজেছে বর্নিল সাজে। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, লক্ষ মানুষের সমাগম হবে যা মাঠ ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার রাস্তায় ছড়িয়ে পরবে।