রেলওয়ের তিন প্রকল্পের আওতায় ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবুজ পতাকা নেড়ে দেশের রূপপুর, শশীদল ও জয়দেবপুর এ তিন রেলপথ উদ্বোধন করেন তিনি।
রেলওয়ের তিন প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অলাভজনক দেখিয়ে রেল বন্ধ করার পায়তাঁড়া করেছিলো বিএনপি সরকার। তারা কখনই জনগণের কল্যাণ চায় না। উন্নত যোগাযোগ ব্যবস্থায় মানুষের ব্যায় কমবে বলেও জানান প্রধানমন্ত্রী।
ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাক্ষণবাড়িয়ার কসবা থেকে মন্দবাগ ও কুমিল্লার শশীদল থেকে রাজাপুর পর্যন্ত ডাবল লাইনে ৩২ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হয়েছে। এছাড়াও ঢাকা টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ১১ কিলোমিটার ডাবল লাইনে ট্রেন চলাচল এবং পাবনার ঈশ্বরদীতে রূপপুর রেলস্টেশন নির্মান ও সংস্কার করে ২৬ দশমিক ৫০ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ সফররত জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো অপারেশন এর গর্ভনর নবুমিৎসু হায়াসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত করেন গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রী মামাদাও তাঙ্গারা।







