চলতি বছরের (হিজরি ১৪৪৫ সালের) হজ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণার পর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন প্রধানমন্ত্রী।
বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে হজ কার্যক্রম-২০২৪ এর উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেয়া ই-হজ ব্যবস্থাপনায় হজ পালনের দুর্ভোগ, অব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, হজযাত্রীদের হয়রানি, ভিসা জটিলতা, ফ্লাইট বিপর্যয়সহ নানা সমস্যার সমাধান হয়েছে। হজ ব্যবস্থাপনার আমাদের সরকারের সফলতার ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আগামীতে হজ ব্যবস্থাপনা আরও স্মার্ট হবে।
হাজিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে কেউ যেন সন্ত্রাস জঙ্গিবাদ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই হাজিদের বলবো, দেশের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন।
ইসরায়েল-হামাস যুদ্ধ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদ আমি সব জায়গায় করে আসছি। ফিলিস্তিনিদের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৭টি হজ পূর্ব ফ্লাইটে ৪৫ হাজার ৫২৫ জন এবং মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবে ফ্লাইনাস এয়ারলাইন্স ৪৩টি হজপূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে।
বাংলাদেশ বিমান ২০ জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস ২১ জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে।









