প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার ১০ মে একদিনের সফরে নিজ জন্মভূমি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণছাড়াও একটি বাড়ি একটি খামারের সুবিধা ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করবেন। তারপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।









