রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবি আদায়ে মহাসমাবেশ করছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো শিক্ষক অংশ নেন।
তিন দফা দাবি
‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ নামে সংগঠন সরকারের প্রতি ৩ দফা দাবিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। দাবিগুলো হলো:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে নির্ধারণ
২. প্রধান শিক্ষকের শূন্য পদগুলো শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ
৩. ১০ ও ১৬ বছর পূর্ণ শিক্ষকদের উচ্চতর গ্রেডে উন্নীত করার ক্ষেত্রে স্কেল বৃদ্ধিকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা
সমাবেশে সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো উপস্থাপন করছি। সরকার যদি সময়মতো দাবি না মানে, তাহলে শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।









