রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের সাথে করা শস্য চুক্তি থেকে বেরিয়ে গেছে। এই চুক্তির ফলে এতদিন ইউক্রেন কৃষ্ণ সাগরের মাধ্যমে শস্য রপ্তানি করত। শস্য চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ ইউক্রেন সূর্যমুখী, ভুট্টা, গম এবং বার্লি রপ্তানিকারকদের মধ্যে বৃহত্তম। সেইসাথে ইউক্রেনের শস্য ভান্ডারে হামলাও করেছে রাশিয়া। এসব কারণে বিশ্ব বাজারে বেড়ে গেছে গমের দাম।
বিবিসি জানায়, রাশিয়া ইউক্রেনের বন্দরগামী জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করার পরে বিশ্ব বাজারে গমের দাম তীব্রভাবে বেড়েছে।
স্থানীয় কর্মকর্তার মতে, বুধবার রাতে ইউক্রেনের বন্দর শহর মাইকোলাইভে রাশিয়ার বিমান হামলায় ১৮ জন আহত হয়েছে। ওডেসা বন্দরেও হামলার খবর পাওয়া গেছে।
এই দিকে বুধবার ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে ৮ দশমিক ২ শতাংশ বেড়ে টন প্রতি প্রায় ৩১ হাজার টাকা হয়েছে। তাছাড়া ভুট্টার দাম বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। স্থানীয় সময় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে গমের দাম বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ যা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে সর্বোচ্চ।
ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি বলেছেন, হামলার কারণে ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়েছে এবং শস্য রপ্তানি অবকাঠামোর উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ইচ্ছাকৃতভাবে শস্য রপ্তানি করা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার এবং খাদ্য সংকটে থাকা দেশগুলোকে ঝুঁকির মধ্যে ফেলার জন্য অভিযুক্ত করেছেন। তিনি কৃষ্ণ সাগর অঞ্চলের অন্যান্য দেশগুলোকে পণ্যবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় বন্দরের দিকে যাওয়া সমস্ত জাহাজকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। এই ধরণের জাহাজগুলো কিয়েভের পক্ষে যুদ্ধে জড়িত হিসেবে ভাবা হবে।







