ঈদ যাতায়াতকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে আগের মতো অনিয়ম সরকার অনেকটাই কমিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
সোমবার (১২ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগের সময়ের নানা অনিয়ম এবার অনেকটাই বন্ধ করা গেছে। আমরা চাই, ঈদের যাত্রা প্রত্যেকের জন্য আনন্দদায়ক হোক।
তিনি জানান, সরকার ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আন্তরিকভাবে কাজ করছে এবং এর সুফল মানুষ পাচ্ছে।
উপদেষ্টা বলেন, এটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, সকলকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে। তাহলেই এই অর্জন আরও সুসংহত হবে।
তিনি সংশ্লিষ্ট পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকেও ঈদযাত্রা সফল করতে ভূমিকা রাখার আহ্বান জানান।









