দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সকাল পৌনে ১০টায় সার্কিট হাউস প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তুজা আলী খান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
এরআগে, সোমবার রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংশোধিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি পাবনা শহরের আরিফপুরে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেলে কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে যাবেন। দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। সন্ধ্যা ও রাতে সার্কিট হাউসে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। রাতে পাবনা সার্কিট হাউসে থাকবেন।
সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।









