ঈদ-উল-আজহায় বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরিবারের সদস্যদের নিয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক কোরের সদস্য ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
আজ ১৭ জুন সোমবার বঙ্গভবনে সবস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কোরবানির বর্জ্য যেন সময়মতো সরিয়ে নেওয়া সম্ভব হয় সে জন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি সমাজের বিত্তবানদের দারিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছে না। ঘূর্ণিঝড়ে সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের দারিদ্রপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
কুরবানি পরবর্তী পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নগরবাসীকে নিজ নিজ স্থান থেকে ভূমিকা রাখতে আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মশা-মাছি ও বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে কোরবানির পর বাড়ির আশে-পাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোরবানির বর্জ্য সময়মতো সরিয়ে নিতে সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করতে আমি সকলের প্রতি আহ্বান জানাই।









