এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব) আয়োজিত দিনব্যাপী দেশের সবচেয়ে বড় ‘এডুকেশন এক্সপো -২০২৩’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হয়েছে আজ। এতে বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সফলভাবে অংশগ্রহণ করেছে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিসহ প্রায় ৬০টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়ে হাজির হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই এক্সপো সকলের জন্য উন্মুক্ত ছিল।
বিকেল সাড়ে ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এক্সপোতে একাডেমি-ইন্ডাস্ট্রিজ লিংকেজ সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান।
মেলায় আগত শিক্ষার্থীদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেয়া হয়। এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সকল প্রোগ্রামে ভর্তি ফি’র ওপর ৫০ শতাংশ ছাড় এবং এসএসসি ও এইচএসসি জিপিএ -এর ভিত্তিতে ১০-১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় আছে বলে জানানো হয়।
শিক্ষামেলা আয়োজকবৃন্দের ভূয়সী প্রশংসা করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান।







