ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর খনন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শুরু হয়ে এখন কবর খননের কাজ শেষ রয়েছে। এ সময় ওই এলাকায় মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শরিফ ওসমান হাদির দাফনের স্থান হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণ নির্ধারণ করা হয়।
এদিকে দাফন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের প্রতি ক্যাম্পাসে ভিড় এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসের প্রবেশপথগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে জনসাধারণের স্বাভাবিক চলাচলে যে সাময়িক অসুবিধা সৃষ্টি হতে পারে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।









