৯ দিনব্যাপী শুরু হওয়া দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে শুক্রবার সন্ধ্যায় থাকছে সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’ চলচ্চিত্রটির বাংলাদেশ প্রিমিয়ার। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন নির্মাতা।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ছবিটি দেখতে পারবেন দর্শক। গেল বছর ছবিটি কলকাতা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব, জাফনা আন্তজার্তিক সিনেমা উৎসব এবং মুম্বাইয়ের থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত, প্রসংশিত ও পুরস্কৃত হয়।
বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘নোনা পানি’। বেঙ্গল ক্রিয়েশন্ লি. প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে যাদের গল্প সিনেমায় তেমন ভাবে উঠে আসে না। এমনটাই মনে করছেন নির্মাতা।
‘নোনা পানি’ চলচ্চিত্রের পরিচালক সৈয়দা নিগার বানু বলেন, ‘নোনা পানি টিমের জন্য এটা খুবই আনন্দের যে, ঢাকা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব মধ্য দিয়ে চলচ্চিত্রটি ‘বাংলাদেশ সিনেমা’-র যাত্রা শুরু করল। আমরা আশা করছি, বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন নোনা পানি দেশের সাধারণ মানুষের না-বলা গল্পটি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবে।’
নেহাল কোরেয়েশীর চিত্রগ্রহণে ‘নোনা পানি’র সংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। ২ঘণ্টা ব্যাপ্তীর এই ছবিতে অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমূখ।







