ঘরের মাঠে লিভারপুলকে পাত্তাই দিল না ম্যানচেস্টার সিটি। মৌসুমের পঞ্চম হার দেখল আর্নে স্লটের দল। অলরেডসদের ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টেবিলের দুইয়ে উঠে এল পেপ গার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল করেছেন আর্লিং হালান্ড, নিকো গঞ্জালেজ ও জেরেমি ডোকু। জয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ম্যানসিটি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১৮ পয়েন্ট নিয়ে ৮ নেমেছে লিভারপুল।
ঘরের মাঠে শুরু থেকেই অলরেডসদের চেপে ধরে সিটি। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় স্বাগতিক দল। তবে হালান্ডের শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক জিয়োরজি মামারদাশভিলি। ২৯ মিনিটে লিড পায় সিটি। ম্যাথিউজ নুনেজে পাস থেকে গোল করেন হালান্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালেজ। বের্নাদো সিলভার পাস থেকে বল পেয়ে লিভারপুল জালে বল পাঠান। ২-০তে এগিয়ে বিরতিতে যায় সিটি।
বিরতির পর ফিরে ৬৩ মিনিটে তৃতীয় গোলটির দেখা পায় স্বাগতিক দল। নিকো ও’রেইলির পাসে বল পেয়ে গোল করেন ডোকু। ৩-০তে লিড ধরে রেখে পরে ম্যাচ শেষ করে সিটিজেন দলটি।









