বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তির খবরের রেশ কাটতে না কাটতেই এবার গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন বলিউডের আরেক কিংবদন্তী অভিনেতা প্রেম চোপড়া।
গত শনিবার (৮ নভেম্বর) ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এ অভিনেতাকে ভর্তি করা হয়েছে।
ইন্ডিয়া টুডে-কে প্রেম চোপড়ার জামাতা বিকাশ বালা বলেন, “অভিনেতা এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সবই বার্ধক্যজনিত সমস্যা। এটি নিয়মিত একটি প্রক্রিয়া; চিন্তার কিছু নেই।”
এরই মাঝে খবর ছড়িয়ে পড়ে প্রেম চোপড়াকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। এ পরিস্থিতিতে প্রেম চোপড়ার শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে।
ডা. জলিল পারকার বলেন, “দুই দিন আগে প্রেম চোপড়াজির পারিবারিক কার্ডিওলজিস্ট ড. নীতিন গোকলের তত্ত্বাবধানে লীলাবতী হাসপাতালে ভর্তি হন। তার হৃদযন্ত্রে একটি সমস্যা রয়েছে, পাশাপাশি ভাইরাল সংক্রমণ ও ফুসফুসের সংক্রমণেও আক্রান্ত।”
প্রেম চোপড়ার শারীরিক অবস্থা জানিয়ে ডা. পারকার বলেন, “আমি একই টিমে তার চিকিৎসক হিসেবে রয়েছি। ইনটেনসিভ কেয়ার ইউনিটে নয়, ওয়ার্ডে ভর্তি আছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।”
১৯৬১ সালে চলচ্চিত্রে পা রাখেন প্রেম চোপড়া। তার বাবা চাইতেন ছেলে চিকিৎসক হোক। কিন্তু স্নাতক সম্পন্ন হওয়ার পর মুম্বাই পাড়ি জমান অভিনেতা হওয়ার উদ্দেশ্যে।
শুরুতে নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই চলচ্চিত্রে আসেন, কিছু পাঞ্জাবি সিনেমায় নায়কের চরিত্রে অভিনয়ও করেন। তবে হিন্দি সিনেমায় নায়ক হিসেবে সেভাবে সাফল্য পাননি। ধীরে ধীরে খলনায়ক চরিত্রে প্রস্তাব আসতে শুরু করে, আর তাতেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। –পিঙ্কভিলা









