সদ্য প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্যসচিব মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতানের সঞ্চালনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বেগম জিয়ার রাজনীতি, প্রবাসীদের দেশে ও প্রবাসে রাজনীতিতে ভূমিকা ও মূল্যায়ন নিয়ে বেগম জিয়ার বিভিন্ন সময়ের উক্তি, ১/১১–এর সময় বেগম জিয়ার গ্রেপ্তার এবং তাঁর মুক্তি আন্দোলনে সৌদি আরব–মধ্যপ্রাচ্য বিএনপির সংগ্রাম কমিটি গঠনসহ নানা বিষয়ে স্মৃতিচারণ করেন মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, জিয়া পরিষদের সাবেক সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, উলামা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দীন, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জাসাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী প্রমুখ।
বাংলাদেশের রাজনীতিতে পরিহার্য ও ঐক্যের প্রতীক বেগম জিয়ার অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণে দেশে ও বিদেশে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা অপূরণীয় বলে মন্তব্য করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্যসচিব মীর মনিরুজ্জামান তপন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বাংলাদেশের ইতিহাসে মৃত্যুর পর এত মানুষের ভালোবাসা এর আগে কোনো রাজনৈতিক নেতা পাননি। তিনি আরও বলেন, এতেই প্রমাণিত হয় বিএনপির রাজনীতি, শহীদ জিয়ার ১৯ দফা ও তারেক জিয়ার ৩১ দফা দেশের মানুষের কাছে কতটা জনপ্রিয়।
আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আদর্শ বাস্তবায়নে প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।









