আগামীকাল শুক্রবার আরিফুল ইসলাম আরিফ ও সৌভিক করিম অর্জুনের পরিবার ও স্বজনদের উদ্যোগে দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়েছে। উভয়ের পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বন্ধু শুভানুধ্যায়ীদের আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, শুক্রবার বাদ আসর ইস্কাটন গার্ডেন জামে মসজিদে (ইস্কাটন গার্ডেন সুইট স্কুল সংলগ্ন) এই দোয়ার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাত সাড়ে ১১টায় নিউ ইস্কাটন রোডে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হন এ দু’জন। গতকাল বাদ জোহর ইস্কাটন গার্ডেন জামে মসজিদ সংলগ্ন সুইট স্কুল মাঠে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে উভয়ের দাফন সম্পন্ন হয়।








