ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে দ্বিতীয় দিন ছিলো দুদলের বোলারদের দখলে। ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলাররা তুলে নেন ১৫ উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১২৯ রানে দুই উইকেট হারানোর পর ব্যাটে নামেন জো রুট। তখনই বল হাতে আসেন ভারতীয় তারকা প্রসিদ কৃষ্ণা। রুটকে তিনি একের পর এক দুর্দান্ত ডেলিভারি করে যাচ্ছিলেন। এক পর্যায়ে ইংলিশ ব্যাটারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ভারতীয় পেসার। সেই ওভারেই রুটকে বলেছিলেন, ‘আজকে সুন্দর দেখাচ্ছে।’ তাতেই ক্ষেপে যান রুট, শুরু হয় বাকবিতণ্ডা।
ওভাল টেস্টের আগে থেকেই প্রসিদের পরিকল্পনায় ছিল রুটের সঙ্গে তর্কে জড়াবেন। ম্যাচের পর সেটি তিনি নিজেই স্বীকার করেছেন। তবে এতো অল্পকথায় রুটের কাছ থেকে প্রতিক্রিয়া আশা করেননি প্রসিদ। বোলিংয়ের নিজের আক্রমণাত্মক মনোভাবের কথাও স্বীকার করেন ডানহাতি পেসার।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া প্রসিদ বলেছেন, ‘আমি আশা করিনি রুট ক্ষেপে যাবে। কিন্তু এমন কিছু বলাতে তিনি এমন প্রতিক্রিয়া দেখাবেন সেটিও ভাবিনি। রুটকে শুধু বলেছিলাম তাকে সুন্দর দেখাচ্ছে, এতেই এমনটা ঘটেছে।’
ইংল্যান্ড সহকারি কোচ মারকাস থ্রেসকোটিক অবশ্য বিষয়টি সহজ করেই দেখছেন। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের হয়ে সিরিজে সবচেয়ে বেশি রান করা রুটকে উত্তেজিত করার যে পরিকল্পনা ছিল সেজন্য তেমন মাথা ব্যাথা নেই।’
‘রুটকে প্রসিদ সাজঘরে ফেরাতে চেয়েছিলেন, যা সব বোলাররাই চান। রুটকে বেশ কয়েক ম্যাচেই ভালো ব্যাটিং করতে দেখা গেছে। এটাই স্বাভিকভাবেই পরিকল্পনার অংশ হতে পারে। রুট সাধারণত খুব শান্ত থাকে, হেসে-খেলে এমন পরিস্থিতি সামান দিয়ে দেন। তবে মাঝে মধ্যে নিজেকে সামাল দেয়া কঠিন হয়ে পড়ে এবং প্রতিক্রিয়া চলে আসে। যা সচরাচর হয় না। প্রত্যেকেই এমন পরিস্থিতি নিজেদের মতো সামাল দেন, তবে রুট এদিন প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছেন।’
শুক্রবার জো রুটকে ২৯ রানে ফেরান আরেক পেসার মোহাম্মাদ সিরাজ। তাতে টেস্টে ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের তালিকায় টেন্ডুলকারকে ছাড়িয়ে যান। ইংল্যান্ডে ৭,২২০ রান করে এই তালিকার দুইয়ে এখন রুট। তিনে নেমে যাওয়া টেন্ডুলকার ভারতের মাটিতে করেছেন ৭,২১৬ রান। শীর্ষে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক ঘরের মাটিতে সর্বোচ্চ ৭,৫৭৮ রান করেছেন।
ওভালে টসে হেরে আগে ব্যাটে নেমে ২২৪ রানে থামে ভারতের প্রথম ইনিংস। জবাবে ইংলিশরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে দুই উইকেট হারায় ভারত। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ নির্ধারনি ম্যাচে ৫২ রানে এগিয়ে ভারত।









