সাংবাদিকতায় সামাজিক মাধ্যমের অনিবার্যতার এই সময়ে সম্প্রচার সাংবাদিকতার নীতিনৈতিকতার চর্চা আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি প্রয়োজনীয় ও জরুরি বলে মনে করেন বিভিন্ন স্তরের পেশাজীবী সাংবাদিকরা।
সোমবার ২৬ জানুয়ারি, সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এবং বিবিসি ইন মিডিয়া অ্যাকশন প্রকাশিত সম্প্রচার সাংবাদিকতার নীতিনৈতিকতা বিষয়ক নির্দেশিকা নিয়ে চ্যানেল আইয়ের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের প্রতিবেদন তৈরি, সম্পাদনা ও সম্প্রচারের ক্ষেত্রে অনুসরণীয় নৈতিক মানদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় চ্যানেল আই কর্তৃপক্ষ বলেন, ব্যবসায়িক প্রতিযোগিতা কিংবা ভিউ বৃদ্ধির নামে নীতিনৈতিকতা বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নেই। দায়িত্বশীল সাংবাদিকতাই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতার মূল ভিত্তি।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সম্প্রচার সাংবাদিকতায় মান, বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা সুরক্ষিত রাখতে হলে দৈনন্দিন কার্যধারায় নীতিনৈতিকতার চর্চা নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, বিজেসি ও বিবিসি ইন মিডিয়া অ্যাকশন প্রকাশিত এই নির্দেশিকা সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









