প্যান ইন্ডিয়ান তারকা প্রভাস এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন অভিনীত বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘কল্কি ২৮৯৮-এডি’। ছবিটির বহুল প্রতীক্ষিত ট্রেলার মুক্তির তারিখ অবশেষে জানা গেছে।
১০ জুন মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮-এডি’ সিনেমাটির ট্রেলার। একাধিক ভাষায় মুক্তি দেয়া হবে ট্রেলারটি। নির্মাতারা একটি নতুন পোস্টার শেয়ার করে ট্রেলার মুক্তির তারিখ প্রকাশ করেছেন।
এর আগে একাধিক টিজার ও পোস্টার শেয়ার করে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ বাড়িয়েছেন নির্মাতারা। এক পোস্টারে সিনেমা মুক্তির তারিখও জানিয়েছেন তারা। ২৭ জুন মুক্তি পাবে সিনেমাটি।
চিত্রনাট্য নিয়ে ছবিটির পরিচালক নাগ অশ্বিন বলেন, ‘সিনেমার গল্পে মহাভারতের সময় দেখানো হয়েছে, আর কাহিনী শেষ হয় ২৮৯৮ খ্রিস্টাব্দে এসে। এটি মূলত ৬০০০ হাজার বছর আগের সময়ের বিস্তৃত এক গল্প।’
‘কল্কি ২৮৯৮ এডি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি। পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, আর দীপিকা আসতে চলেছেন ‘পদ্মা’র ভূমিকায়। অমিতাভ বচ্চনকে ‘অশ্বত্থামা’র মতো দাপুটে চরিত্রে দেখা যাবে।
এতদিন এই সিনেমাকে ‘প্রোজেক্ট কে’ নামেই চিনতেন মানুষ। একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। ২০২৪ সালের সবচেয়ে বড় এবং প্রতীক্ষিত রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে এটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস









