মুক্তি পেল নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’র ট্রেলার। তিন মিনিট দুই সেকেন্ডের ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি নজর কেড়েছে গ্রাফিক্সের চমক।
সোমবার ট্রেলার মুক্তির এক ঘণ্টার মধ্যেই প্রায় এক মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। পাশাপাশি অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়ে গেছে।
ট্রেলারের শুরুতেই দেখা মেলে কাশীর। যা পৃথিবীর প্রথম এবং শেষ শহর হিসাবে বর্ণিত। দুষ্ট শাসক শাশ্বত চট্টোপাধ্যায় শহর জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার নাগপাশ থেকে জনতা উদ্ধারের জন্য ঈশ্বরের পৃথিবীতে আসা কার্যত নিশ্চিত। অশ্বত্থামারূপী অমিতাভের ভবিষ্যদ্বাণী দীপিকা অর্থাৎ পদ্মার গর্ভেই জন্ম নেবেন ঈশ্বর।
শাশ্বত ও তার ভয়ানক সেনার দল পদ্মা এবং তার গর্ভস্থ সন্তানকে যে করেই হোক হত্যা করতে উদ্যোগী। অন্যদিকে তাকে রক্ষার জিম্মায় অশ্বত্থামা। ছবিতে ভৈরবের চরিত্রে রয়েছেন প্রভাস। শাশ্বতর সামনে দাঁড়িয়ে বীরদর্পে সে ঘোষণা করে, ‘আমি ছাড়া তাকে কেউ তোমার সামনে আনতে পারবে না।’ কেউ তাকে যুদ্ধে হারাতে পারেনি স্পষ্ট জানায় ভৈরব। ট্রেলার জুড়ে অমিতাভ ও প্রভাস দু’জনকেই বেশ কিছু মারকাটারি অ্যাকশন দৃশ্যে দেখা গেছে।
হিন্দি ও তেলেগু, দুটি ভাষায় শুটিং হয়েছে ছবির। এই ছবিতে আরও আছেন কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি এবং দুলকার সালমান৷ ছবিটি ২৭ জুন মুক্তি পাবে৷

সূত্র: ভ্যারাইটি









