উত্তর জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হোনশু দ্বীপের উত্তরতম প্রিফেকচার আওমোরি এবং হোক্কাইডো অঞ্চলের উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।
সোমবার (৮ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর জাপানে এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হোনশুর আওমোরির ঠিক পূর্বে এবং হোক্কাইডো দ্বীপের ঠিক দক্ষিণে। প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে হোক্কাইডোর উরাকাওয়া, এবং আওমোরির মুৎসু ওগাওয়ারা বন্দর। যেখানে সুনামির ঢেউ আছড়ে পড়েছে।
দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, আওমোরি প্রিফেকচারের হাচিনোহে শহরের একটি হোটেলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও পরিস্থিতি নজরদারিতে রয়েছে।
জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ‘ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে সরকার ইতোমধ্যে একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে। আমরা মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এনএইচকে আরও জানিয়েছে, ভূমিকম্প-প্রবণ এই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে। প্রাথমিকভাবে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।
উত্তর জাপান নিয়মিতই ভূমিকম্পের ঝুঁকিতে থাকে, তবে সোমবারের এই কম্পন সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম শক্তিশালী বলে বিবেচিত হচ্ছে।









