Advertisements
কয়লা-গ্যাস-তেল-পানি-বিদ্যুৎ উৎপাদনের এই চার উৎস নিয়েই চতুর্মুখী সঙ্কটে বিদ্যুৎ খাত। চাহিদার পুরোটা উৎপাদন করা যাচ্ছে না। দশ বছর আগের মতো আবার লোডশেডিংয়ের সাথে জীবনযাপন করতে হচ্ছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুতের লোডশেডিং সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে তুলেছে।







