ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার শোধ টি-টুয়েন্টিতে নিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপে লিটন দাসের দল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ৩-০তে জিতেছে। দারুণ বল করে সিরিজসেরা হয়েছেন স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলও। বলেছেন, বাংলাদেশ অসাধারণ খেলেছে।
ম্যাচ পরবর্তী পুরস্কার মঞ্চে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে পাওয়েল বলেছেন, ‘তারা (বাংলাদেশ) অসাধারণ খেলেছে। জানেন, ৫০ ওভারের সিরিজে হতাশ হওয়ার পর ক্যারিবীয় দ্বীপে ভালো টি-টুয়েন্টি দল নিয়ে আসে। সমস্ত কৃতিত্ব তাদের এবং তাদের নিরাপদ ভ্রমণ কামনা করছি।’
‘অধিনায়ক হিসেবে প্রথম একবছর কাটালাম। সত্যিই ভালো শুরু করে দলকে নয় থেকে চারে এনেছিলাম। হ্যাঁ, তবে শেষ কয়েকটি সিরিজে আমাদের পারফরম্যান্স হতাশাজনক। জানেন, যখন একটি দল খারাপ করতে থাকে সেটি উপলব্ধি করতে পারবেন।’
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হওয়ার পর টাইগাররা দাপুটে জয় তুলেছে তৃতীয় ম্যাচেও। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ সেরেছে বাংলাদেশ।









