নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নভেম্বরের ৩য় সপ্তাহে প্রবাসীদের ভোট দেয়ার এ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হবে।
বুধবার ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ আছে। গোপনীয়তা যেন লঙ্ঘিত না হয়, সেজন্য সচেতনতা তৈরি করতে হবে।
তিনি জানান, ভোটের আগে শেষ সময়ে আদালত কর্তৃক কোন আসনের প্রার্থীর প্রার্থীতা বাতিল হলে সেই আসনের সব প্রবাসী ভোট বাতিল হবে। এই সীমাবদ্ধতা নিয়ে এগুচ্ছে ইসি।









