২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। রোজার মাসের সমাপ্তি উপলক্ষ্যে আগামী বছর মার্চ মাসের ২০ তারিখ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১৬ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, ১৪৪৭ হিজরির (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গণনার উপর ভিত্তি করে রমজান সম্ভবত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে। রোজা হবে ৩০ দিন। আর রোজা ৩০ দিন হলে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত ছুটির ক্যালেন্ডারে ৩০ তারিখ ঈদের ছুটিতে যোগ করা হবে। এর অর্থ হল বাসিন্দারা ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিনের সপ্তাহান্তে ছুটি পাবেন এবং সোমবার থেকে কাজ পুনরায় শুরু হবে।
ঈদুল ফিতর ইসলামী ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা শুরু হয় ফজরের পর ঈদের নামাজের মাধ্যমে। এরপর চলে পারিবারিক সমাবেশ, দান-খয়রাত এবং দেশজুড়ে সামাজিক উৎসব।
প্রতিবেদনে আরও বলা হয়, পূর্বাভাসের সাথে পর্যবেক্ষণের মিল থাকলে, শাওয়ালের প্রথম দিন পড়ে। তাই ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবারে পড়বে। তবে, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি রমজানের কাছাকাছি সময়ে এই চূড়ান্ত তারিখ জারি করবে।









