বিধি সংশোধন করে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত করে নন-ক্যাডার কর্মকর্তাদের সুবিধা প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাবৃন্দ।
বুধবার (১২ জুন) রাজধানী ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় তাদের দাবিগুলো তুলে ধরেন।
তাদের দাবিগুলো হচ্ছে, সকল ধরণের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে , সকল ধরণের অবৈধ পদায়ন বাতিল করতে হবে, চলমান প্রমার্জনার সকল প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়াও তারা বলেন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সম্ভাব্য সংখ্যা ৩৫ হাজার। মুষ্টিমেয় কয়েকজনের স্বার্থে বিদ্যমান আইন সংশোধন করে তা বাস্তবায়ন করা হলে সম্ভাব্য ১৫ হাজার স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা।
এসময় স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্য ডা. উম্মে তানিয়া নাসরিন বলেন, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যাতে স্পষ্টতই বোঝা যায় যে, পূর্ববর্তী প্রায় ৬ শতাধিক অবৈধ পদোন্নতিকে বৈধতা দিতে এই সংশোধন করা হচ্ছে। এনক্যাডারমেন্টের আগেই চাকরির সব বিধি-বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় ৬ শতাধিক নন-ক্যাডার কর্মকর্তাকে, ক্যাডারদের জন্য সংরক্ষিত পদে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দেয়া হয়েছিল। এবার তাদের অবৈধ পদোন্নতিকে বৈধতা দিতেই এই সংশোধন করা হচ্ছে।









