চেক রিপাবলিককে হারিয়ে ইউরো শুরু করেছিল পর্তুগাল। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রেখেছে দলটি। তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
সিগন্যাল ইদুনা পার্কে পর্তুগিজদের হয়ে গোল করেছেন বের্নাদো সিলভা, ব্রুনো ফের্নান্দেস। অন্য গোলটি এসেছে তুরস্ক ডিফেন্ডার সামিত আকেদিনের পা থেকে।
ম্যাচে শুরু থেকেই দাপট বজায় রাখে পর্তুগাল। ২১ মিনিটে লিড এনে দেন সিলভা। ৭ মিনিট পরেই নিজেদের জালে বল জড়ান সামিত। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল।
বিরতির পর ৫৫ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে তৃতীয় গোলটি এনে দেন ব্রুনো। লিড ধরে রেখেই মাঠ ছাড়ে পর্তুগিজবাহিনী।








