ছেলেদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে শেষ আটের পরীক্ষায় সফল হয়েছে পর্তুগাল। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে দলটি। তৃতীয় দল হিসেবে আসরের সেমিফাইনালে পর্তুগিজ যুবারা।
কাতারে সুইজারল্যান্ডকে দিনের তৃতীয় ম্যাচে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ১৯৮৯ আসরের পর যুব বিশ্বকাপে এই প্রথম সেমিতে তারা। ম্যাচের প্রথমার্ধের শুরুতে গোলের সুযোগ হাতছাড়া হলেও ৪১ মিনিটে মাতেও মিদের গোলে লিড নেয় পর্তুগাল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে যায়।
ব্যবধান দ্বিগুণ করার জন্য দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পর্তুগাল মরিয়া হয়ে ওঠে। ডিফেন্ডার হোসে নেতোর ২০ গজ দূরের শট ৫৩ মিনিটে জালে যায় সুইসদের। ২-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্টে ১৭টি শট নেয় পর্তুগাল। যার ৭টি লক্ষ্যে ছিল।









